Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদিতে বাদশাহ সালমান কমপ্লেক্সে কর্মসংস্থান হবে ৮০ হাজার লোকের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৬:৫৫ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের জ্বালানি, শিল্প ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার খালিদ আল-ফালিহ বলেছেন, সে দেশের বাদশাহ সালমান কমপ্লেক্সে এখন পর্যন্ত ৬০ বিলিয়নের বেশি রিয়াল বিনিয়োগ হয়েছে। ফলে সে দেশের জাতীয় অর্থনীতিতে ১৭ বিলিয়ন রিয়াল ওই খাত থেকে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, বাদশাহ সালমান কমপ্লেক্সে ৮০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। লোহিত সাগরে তেলের পরিমাণ কম এবং সেখানে খরচ বেশি। সেখানে তেলের উৎপাদন খরচ যে পরিমাণে হচ্ছে, সেটা কমিয়ে আনার চেষ্টা করছে আরামকো।

তিনি আরো বলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে চুক্তির মাধ্যমে কাজ করে তেল পরিশোধনের খরচ কমানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। রাশিয়া, ভারত, পাকিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়াতেও বিনিয়োগ করেছে ওই প্রতিষ্ঠান।

সরাসরি গ্যাস বিক্রি করে থাকে আরামকো। ফলে গ্যাস সংগ্রহ থেকে শুরু করে বিক্রি নিজেরাই করার কারণে লাভের পরিমাণও ভালো থাকে তাদের।

Bootstrap Image Preview