Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মৌচাকের আনারকলি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৭:০০ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৭:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটে শনিবার বিকেলে সাড়ে পাঁচটার কিছু আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার (৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে আনারকলি মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার কামরুল হাসান।

কামরুল হাসান আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে তারা এখনো কাজ করছেন।

ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার বিশ মিনিটের মধ্যে তাদের ইউনিট এসে পৌঁছায়। আগুন লাগার পর পরই সড়কগুলো ফাঁকা করে দেয় পুলিশ। ফলে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দ্রুতই সেখানে পৌঁছে যায়।

প্রসঙ্গত, আগুন লাগার সাথে সাথে মার্কেটে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

Bootstrap Image Preview