Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে গণধর্ষণ মামলায় আনোয়ার হোসেন গ্রেফতার

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৯:২৩ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৯:২৩ PM

bdmorning Image Preview


ধামরাইয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে এক কিশোরী (১৭) গণধর্ষণের স্বীকার হয়েছে। এ ঘটনায় কিশোরী তার বন্ধুদের সাথে নিয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গত বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে মামলা করলে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে শরীফবাগ গ্রামের মো: মোজাফর এর ছেলে আনোয়ার হোসেনকে (২৬) আটক করে পুলিশ। আনোয়ার সেনেটারীর কাজ করে।

এর আগে গত (২ মার্চ) শনিবার বিকেলে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভুক্তভোগী ঐ কিশোরী স্থানীয় একটি সিরামিকের কারখানায় কাজ করে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গত ২ মার্চ বিকেলে কিশোরী তার দুই বন্ধু শুভ ও রিফাত কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে শৈলান গ্রামে বেড়াতে যায়। পরে বাসায় ফেরার পথে আনুমানিক রাত ৯টার দিকে তারা দেপাশাই গ্রামে পৌঁছলে আরো দুটি মোটরসাইকেলে ৩/৪ জন যুবক এসে তাদের গতিরোধ করে। পরে তারা মেয়েটির দুই বন্ধু শুভ ও রিফাতকে মারধর করে এবং মেয়েটিকে তুলে নির্জন একটি স্থানে নিয়ে তার উপর নির্যাতন চালায়। পরে স্থানীয় মেম্বার আব্দুল হক এর সহায়তায় দুই বন্ধু মেয়েটিকে উদ্ধার করে।

পরে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে এ ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর ঐ রাতেই আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহ বলেন, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দেয়ার পরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।

Bootstrap Image Preview