Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


বান্দরবানে ট্রাকের ধাক্কায় সাকিবাল হাসান (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ শনিবার বিকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিরাজ কারবারী পাড়ার মনির হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকাল ৫টার দিকে শিশু সাকিবাল হাসান বাড়ির সামনে রাস্তায় খেলছিল। এ সময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক এখনো পলাতক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলিকদম থানার অফিসার ইনচার্জ মোঃ রফিক উল্লাহ বলেন, ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। ঘাতক ট্রাকটিকে আমরা আটক করেছি, তবে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মোটরযান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview