Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুরুদাসপুরে কেন্দ্র দখলের চেষ্টায় গুলি, যুবলীগ সভাপতি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে গুলি করার অভিযোগে পৌর যুবলীগ সভাপতি আবু তাহের সোনারকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে পৌর সদরের খলিফাপাড়া রেজাউল করিম দাখিল মাদ্রাসাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে ওই কেন্দ্র দখলের চেষ্টা করেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. জাহিদুল ইসলামের সমর্থকরা। ওই যুবলীগ সভাপতির নেতৃত্বে পুলিশকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টাকালে তাকে আটক করে।

ওই কেন্দ্রের প্রিসাইটিং অফিসার বিএডিসির সহকারী প্রকৌশলী জানান, রাতে নৌকার সমর্থকরা ওই যুবলীগ সভাপতির নেতৃত্বে কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করে।

ওসি মোজাহারুল ইসলাম জানান, ঘোড়া ও নৌকার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য যুবলীগের ওই নেতাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।

Bootstrap Image Preview