Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে অগ্নিকাণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১১:০৪ AM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১১:০৪ AM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় অগ্নিকাণ্ডে ২টি ঔষধের দোকান ও ১টি হোটেলের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিশ্বহরিগাছা বাজারে আব্দুল রাজ্জাক ও জুয়েল রানার ঔষধের দোকান এবং রায়হান আলীর হোটেলে অন্যান্য দিনের ন্যায় ব্যবসা করে শনিবার রাতে বন্ধ করে বাড়িতে যায়। রাত প্রায় ১টার দিকে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে।

ধুনট ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হযেছে। 

Bootstrap Image Preview