Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৪ দফা দাবিতে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

ছাফওয়ান উল্লাহ, নোবিপ্রবি প্রতিনিধি 
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১২:৫৫ PM

bdmorning Image Preview


শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়তে বিদ্যমান পরীক্ষা সংক্রান্ত আইন বাতিল করে পূর্বের আইন পুনর্বহাল করাসহ ৪ দফা দাবিতে সকল ক্লাস-পরীক্ষা বর্জন করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১ম বর্ষের শিক্ষার্থীরা।

১০ মার্চ (রবিবার) সকাল ৯:০০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

দাবিগুলো হচ্ছে,

১) অনধিক দুইটি পর্যন্ত ব্যাকলগ দেয়ার সুযোগ রাখতে হবে।

২)  মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার নূন্যতম জিপিএ ২.৫০ করতে হবে।

৩) ব্যাকলগ এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি প্রবেশপত্র সহ যথাক্রমে ৩০০ ও ৫০০ করতে হবে।

৪) স্পেশাল টার্ম ও শর্ট টার্ম পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

এদিকে শিক্ষার্থীদের দাবি দাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতেপ্রক্টরিয়াল বডি বৈঠকে বসেছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।  

Bootstrap Image Preview