Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক ফেস্টুন ও ব্যানার বিতরণ

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০২:০৯ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০২:০৯ PM

bdmorning Image Preview


সড়ক দুর্ঘটনা রোধে হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার ৯ টি সিএনজি স্টেশনে জনসচেতনামূলক ফেস্টুন এবং ব্যানার বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) সাতগাঁও হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ নান্নু মন্ডলের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি দল এ জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেন।

এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ নান্নু মন্ডল জানান, দুর্ঘটনা এড়াতে এ কার্যক্রম পরিচালনা করেন তারা। তিনি আরো জানান, ধু সিএনজি স্টেশনেই নয়, উপস্থিত জনগণকে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি এভাবে প্রচারণা অব্যাহত থাকলে সড়ক দুর্ঘটনা কিছুটা হলেও কমে আসবে। এই প্রচারণার ধারাবাহিকতা আমরা ধরে রাখবো। এছাড়া সিএনজি স্টেশনগুলো তাদের নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

Bootstrap Image Preview