Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

জাহিদুল ইসলাম রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতির মহড়ার মাধ্যমে পটুয়াখালীতে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুতি দিবস।

দিবসটি উপলক্ষে রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় স্থানীয় সার্কিট হাউস থেকে একটি র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক দরবার হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থী, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাউটির স্বেচ্ছাসেবকসহ কয়েকশ কর্মী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মঞ্চের সামনের মাঠে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্যোগ প্রস্তুতির একটি মহড়া অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview