Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের ‘খুনি পাহাড়’ থেকে ব্রিটিশ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৪:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উত্তর পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার নাঙ্গা পর্বতে গিয়েছিলেন ইতালীয় পর্বতারোহী ড্যানিয়েল নার্ডি এবং ব্রিটিশ পর্বতারোহী টম ব্যালার্ড। প্রায় দুসপ্তাহ ধরেই পাওয়া যাচ্ছিল না তাঁদের কোনও খোঁজ। শেষ পর্যন্ত ৫৯০০ মিটার উচ্চতায় পাওয়া গেল তাঁদের মৃত দেহ। এমনিতেই এই পর্বতশৃঙ্গকে 'খুনি পাহাড়' বলে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই শৃঙ্গে যাওয়ার পর মারা গিয়েছেন অনেকেই। সেই তালিকাতেই আরও দুজনের নাম যুক্ত হল। ইসলামাবাদ থেকে সরকারি তাদের মৃত্যুর কথা জানিয়ে দিয়েছেন ইতালীয় রাষ্ট্রদূতও।

টম বাল্লার্ড নামে ৩০ বছর বয়সী ওই ব্রিটিশ পর্বতারোহী ও ড্যানিয়েল নারডি নামে ৪২ বছর বয়সী সঙ্গীর মরদেহ পাকিস্তানের নাঙ্গা পর্বত থেকে উদ্ধার করা হয়। গত ২৪ ফেব্রুয়ারির পর থেকে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না।

স্পেনের একদল উদ্ধারকারী ২০ হাজার ২০০ ফুট উচ্চতা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ওই দুই পর্বতারোহী নির্দিষ্ট একটি স্থানে যাওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

টম বাল্লার্ড নামের ব্রিটিশ ওই পর্বতারোহীর বাবা জিম বাল্লার্ডের এক বন্ধু গত রাতে টেলিগ্রাফকে বলেন, ‘মৃত্যুর মাধ্যমে টম প্রমাণ করলো এতদিন তাকে নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল শেষ পর্যন্ত তাই বাস্তব বলে প্রমাণিত হলো।’

পাকিস্তানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত স্টিফানো বলেছেন, উদ্ধারকারী একটি দল ওই দুই পর্বতারোহীর মরদেহ খুঁজে পেয়েছে। তিনি বলেন পর্বতের যে উঁচু স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে আরোহণ করা খুব কষ্টসাধ্য ব্যাপার।

Bootstrap Image Preview