Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সদরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৪:৪১ PM

bdmorning Image Preview


র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।

পরে উপজেলা সভা কক্ষে 'দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি' বিষয়ে এসিল্যান্ড সজল কুমার শীলের নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু এহসান মিয়া, কৃষি কর্মকর্তা বিধান রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী নাইম ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, আনসার ভিডিপি ব্যাংক কর্মকর্তা মোঃ বুলবুল আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আক্কাচ হোসেন, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

Bootstrap Image Preview