দেশে পঞ্চমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে ৭৮ উপজেলার মধ্যে লালমনিরহাটে ৪ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত চলে।
রবিবার (১০ মার্চ) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকলেও নেই চোখে পড়ার মতো ভোটার।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮টা থেকে একযোগে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। বিকাল ৩টা পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। তবে দুপুরের পর ভোটার উপস্থিত একটু বাড়তে থাকে।
প্রত্যেকটি ভোটকেন্দ্রে প্রার্থীদের কর্মী ও সমর্থকদের দু'একজনকে ভোট দিতে দেখা গেছে। ভোট দিতে ভোটারদের মাঝে তেমন আগ্রহ ছিল না।
লালমনিরহাট জেলা প্রশাসক শাফিউল আরিফ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।