Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রবাসীকে বিয়ে করছেন তমা মির্জা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা বিয়ে করছেন। বর প্রবাসী ব্যবসায়ী হিশাম চিশতী। গতকাল তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

বিয়ে নিয়ে তমা মির্জা জানান, পারিবারিকভাবে আমাদের পরিচয়। হিশাম চিশতী বর্তমানে কানাডায় আছে। তাদের পরিবারের লোকজন এসে, গতকাল ঘরোয়া আয়োজনে আংটি পরিয়ে গেছে। এপ্রিলে চিশতী দেশে আসবে। তখন ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা করব।

জানা গেছে, হিশাম চিশতী পেশায় ব্যবসায়ী। ২০১৭ সালে কানাডার পাবলিক চয়েস রিয়েলটি ব্রোকারেজের পক্ষ থেকে টপ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

‘বলো না তুমি আমার’ ছবির সুবাদে বড় পর্দায় পা রাখেন তমা মির্জা। এরপর পার্শ্বনায়িকা হিসেবে অভিনয় করেন শাহীন সুমনের ‘মনে বড় কষ্ট’ ছবিতে। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রের মাধ্যমে তমা মির্জা একক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

এরপর শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, রয়েল খানের ‘গেইম রিটার্নস’ এবং মারিয়া তুষারের ‘গ্রাস’ ছবিতে অভিনয় করেছেন তিনি। শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেত্রী।

Bootstrap Image Preview