Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বোয়ালমারীতে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৫:৪৪ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৫:৪৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ফরিদপুরের বোয়ালমারীতে তানিয়া আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর গলায় উড়নার ফাঁস নিয়ে আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে।

গত শনিবার (৯ মার্চ) রাতে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তানিয়া আক্তার এমন করেছে বলে জানা গেছে। সে বোয়ালমারী পৌরসভার ছোলনা এতিমখানা মাদরাসার হেফজোখানার ছাত্রী ছিল।

তানিয়ার পিতা মতিয়ার তালুকদার জানান, পরিবারের লোকজনের সাথে রাগারাগি করে সে আত্মহত্যা করেছে।

এসআই মো. সাইফুদ্দিন জানান, উত্তর পুতার ঘরের বারান্দের ডাপার সাথে নিজ উড়না দিয়ে তানিয়া গলায় ফাঁস নেয়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে তেমন কিছু পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার আসল কারণ জানা যাবে।

পুলিশি সূত্রে জানা যায়, এ ঘটনায় ওই কিশোরীর পিতা মতিয়ার তালুকদার বাদী হয়ে থানায় ইউডি মামলা করেছেন।

 

Bootstrap Image Preview