Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়ার সামনে ভারতের রানের পাহাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে  টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে ইন্ডিয়া। জয়ের জন্য অস্ট্রেলিয়ার ৩৫৯ রান দরকার। 

সিরিজ জয়ের লড়াইয়ে এই ম্যাচে ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। তাদের জুটি থেকে আসে ১৯৩ রান। ধাওয়ানের ব্যাট থেকে আসে ১৪৩ রান কিন্তু দুর্ভাগ্য রোহিতের মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তিনি।

রোহিত ও ধাওয়ানের বিদায়ের পর আর ব্যাটসম্যান বড় রানের জুটি করতে পারেননি। ধোনির পর্বে খেলা প্যান্ট করেন ৩৬ রান। এছাড়া গত ম্যাচের সেঞ্চুরি করা বিরাট করেন সাত রান। 

ভারতীয় দলের সংক্ষিপ্ত স্কোরঃ ৩৫৮/৯
রোহিত শর্মা(৯৫), শেখর ধাওয়ান(১৪৩),রাহুল(২৬), কোহলি(৭),পান্ত(৩৬), জাদব(১০),ভুবনেশ্বর (১), শংকর(২৬),কুলদীপ(১), চাহাল(০), বুমরাহ(৬)। 

Bootstrap Image Preview