Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৭:৫৭ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বগুড়ার ধুনটে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে ধুনট এনইউ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা রায়হানা ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শাহজালাল, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাজিয়া সুলতানা, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ প্রমুখ। 

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ উপজেলার ৮৯টি কেন্দ্রের ৫৫৭টি বুথে (কক্ষ) ভোটগ্রহণের জন্য ১০০ জন প্রিজাইডিং অফিসার ও ৫৫৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ১৪ জন পোলিং অফিসার প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।



 

Bootstrap Image Preview