Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদকবিরোধী সভায় ৪ ব্যবসায়ীর আত্মসমর্পন

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৯:২১ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৯:২১ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী সভায় স্থানীয় ৪ মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেছেন।

রবিবার (১০ মার্চ) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সচেতনতামূলক এ সভায় তারা আত্মসমর্পন করেন।  

আত্মসমর্পনকারীরা হলেন- পৌরসভার ৬নং ওয়ার্ডের বড়নগর গ্রামের আহসান উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (২৬), সামসুদ্দিনের ছেলে সাইফুদ্দিন (২২), ভাতগাতী গ্রামের উসুন আলীর ছেলে আব্দুল আজিজ (২৫), চৌড়া নয়াবাড়ি গ্রামের মজিদ সরকারের ছেলে ফারুক সরকার (৩২)। 

পৌরসভার ৬নং ওয়ার্ডের মাদকবিরোধী কমিটি আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, স্থানীয় এলাকাবাসী ও থানার উপ-পরিদর্শকবৃন্দ।

এ সময় থানার ওসি স্বাভাবিক জীবনে ফিরে আসা ৪ মাদক ব্যবসায়ীকে ফুল দিয়ে বরণ করে নেন। 

 

 

Bootstrap Image Preview