ওয়ালিংটনে টেস্টে প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ২১১ রান করেছে টাইগাররা।
টাইগারদের ২১১ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৮ রান করে নিউজিল্যান্ড।
টাইগারদের থেকে এখনো ১৭৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। হাতে ৮ উইকেট চতুর্থ দিনের ব্যাটিংয়ে নেমেছে কিউইরা।
টাইগারদের দেওয়া ২১১ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বসেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
টাইগার দলের সংক্ষিপ্ত স্কোরঃ ২১১/১০
তামিম ইকবাল(৭৪), মাহমুদউল্লাহ রিয়াদ (১৩), সাদমান ইসলাম(২৭), মুমিনুল হক(১৫), সৌম্য সরকার(২০), মোহাম্মদ মিথুন(৩), লিটন দাশ(৩৩), তাইজুল ইসলাম(৮), এবাদত হোসেন(০)* , মোস্তাফিজুর রহমান (০) ও আবু জায়েদ রাহী(৪)।
টাইগার একাদশঃ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), সাদমান ইসলাম, মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, লিটন দাশ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন , মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী।
নিউজিল্যান্ড একাদশঃ রাওয়াল, ল্যাথা, উইলিয়ামসন (সি), টেলর, নিকোলস
ওয়াগনার, ওয়াটলি,গ্র্যান্ডহো , হেনরি, সাউদি,বোল্ট।