Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাইরে থেকে আসা শিক্ষার্থীদের ফুল দিয়ে গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৯:৩৯ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


২৮ বছরের অপেক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।  

সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। এরপরেই ফলাফল প্রকাশ করা হবে। 

ক্যাম্পাসের হলে থাকা শীক্ষার্থীদের পাশাপাশি যারা হলের বাইরে থেকে ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করছেন তাদের ফুল দিয়ে গ্রহণ করে নিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মো. গোলাম রব্বানী ও ভিপি প্রার্থী মো. রেজয়ানুল হক সোভন প্যানেলের লোকজন।

এ সময় তাদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে অসম্মতি জানান।

উল্লেখ্য, ১৯৯০ সালের জুলাই মাসে শেষবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল শিক্ষার্থীরা।

 

Bootstrap Image Preview