Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় পিকআপ চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


দেবহাটায় পিকআপ চাপায় জ্যোতি (৬) না‌মে এক শিশু শিক্ষার্থীর মর্মা‌ন্তিক মৃত্যু হ‌য়ে‌ছে।  

সোমবার (১১ মার্চ) সকাল সা‌ড়ে ৮টায় সাতক্ষীরা-কা‌লিগঞ্জ সড়‌কের দী‌ঘিরপাড় সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত জ্যোতি দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রে‌ণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকা‌লে স্কু‌লে যাওয়ার সময় রাস্তা পার হ‌তে গে‌লে কা‌লিগঞ্জ অভিমুখী এক‌টি দ্রুতগামী পিকআপ তা‌কে চাপা দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ঘাতক পিকআপ‌সহ সাতক্ষীরা সদরের মোক্তার আলীর ছেলে ড্রাইভার বাবুকে ( ৩৬) আটক করা হ‌য়ে‌ছে। 

Bootstrap Image Preview