জরুরি বৈঠক ডেকেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠকে দলীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের শপথ, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হবে।
সোমবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ও জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকেল ৪টায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
জোট সূত্র জানায়, বিকেলের বৈঠকটা ‘হাইপ্রোফাইল’। এ বৈঠকে আগামীর আন্দোলন কর্মসূচি, ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীর সংসদ সদস্য হিসেবে শপথ নেয়াসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।