Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পিছিয়ে পড়েও ৪-১ গোলের জয় পেল রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview


রোববার লা লিগার ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও রিয়াল ভায়াদোলিদের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেছেন রাফায়েল ভারানে ও লুকা মদ্রিচ। ভায়াদোলিদের হয়ে একমাত্র গোলটি করেছেন আনুয়ার মোহামেদ তুহানি।

নিজের মাঠে  ভায়াদোলি ম্যাচের ২৯ মিনিটের মাথায় সার্জি গুয়ার্দিওয়ালার পাস থেকে ভায়াদলিদের হয়ে গোল করেন তুহামি৷ ৩৪ মিনিটে নাচোর পাস থেকে ম্যাচে সমতা ফেরান ভারানে৷ প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়৷

দ্বিতীয়ার্ধে ফিরে সফল স্পট-কিক থেকে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বেনজেমা। প্রতিপক্ষের ডি-বক্সে ওদ্রিওসোলা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। তার ৮ মিনিট পর টনি ক্রুসের কর্নার থেকে বল পেয়ে হেডে ব্যবধান বাড়ান ফরাসি এই ফরোয়ার্ড। চলতি লিগে এ নিয়ে ১৩ গোল করলেন বেনজেমা।

ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় হলুদকার্ড দেখে লালকার্ড নিয়ে মাঠ ছাড়েন কাসেমিরো। তবে দশ জনের দলে পরিণত হওয়া রিয়ালের বিপক্ষেও সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। উল্টো ম্যাচের ৮৫ মিনিটে চতুর্থ গোল খেয়ে বসে তারা। বেনজেমার পাস থেকে রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন মদ্রিচ।

 

এই জয়ের সুবাদে ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জায়গা ধরে রাখে রিয়াল৷ সমসংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট৷

Bootstrap Image Preview