Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচনে ডিমলায় নির্বাচিত হলেন যারা

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডিমলায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচিতদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

এখানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম (নৌকা)। তিনি ভোট পেয়েছেন ২৫ হাজার ৯শ' ৭৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মোশারফ হোসেন মিন্টু (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ১৩হাজার ৪টি।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নীরেন্দ্র নাথ রায় (টিউবওয়েল)। তিনি ভোট পেয়েছেন ২৪ হাজার ৮শ' ৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ন্যাপের মোফাক্কারুল ইসলাম পেলব (গাভী) প্রতীকে ভোট পেয়েছেন ১৮ হাজার ৯শ' ৭০টি।   

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আয়শা ছিদ্দীকা (পদ্ম ফুল)। তিনি ১৮ হাজার ৫শ' ৪৯টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ন্যাপের তাজলী খাতুন (গাভী) প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৮১৭টি ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৯৭হাজার ২শ' ৯৩টি। ভোট পড়েছে ৪৯হাজার ১শ' ৭২টি। 

Bootstrap Image Preview