ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের অনিয়মের অভিযোগে নিজের ভোট দেননি জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাফিজুর রহমান।
সোমবার (১১ মার্চ) ডাকসু নির্বাচনের বিভিন্ন হল ঘুরে অনিয়মের অভিযোগে এনে তিনি ভোট দেওয়া থেকে বিরতি থাকেন।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রশাসনের সহযোগিতায় একটি বানোয়াট নির্বাচন হচ্ছে। ছাত্রলীগের পক্ষে যা করা দরকার, সবই তারা করছে। এ কারণে এর প্রতিবাদে এখনো ভোট দেওয়া থেকে বিরত থেকেছি। দুপুরের মধ্যে সব হলের প্রার্থীদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব ভোট বর্জন করব কি না।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি পবিত্র জায়গায় শিক্ষকরা বিবেকহীনভাবে নির্লজ্জের মতো সরকারের নির্দেশে ছাত্রলীগের হয়ে কাজ করছে। কুয়েত মৈত্রী হলে বস্তা-বস্তা জাল ভাট তার প্রমাণ। প্রত্যেক হলে এভাবে জাল ভোট তৈরি করে রাখা হয়েছে।
ডাকসু নির্বাচনে সোমবার সকালে শিক্ষার্থীরা সে সব ব্যালট উদ্ধার করে ভোটগ্রহণ বন্ধ করে দেন এবং গেটে দাঁড়িয়ে জাল ব্যালট মাটিতে বিছিয়ে প্রতিবাদ জানান। এ প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে বরখাস্ত করা হয়েছে।
ভোটগ্রহণ শুরুর আগেই বাক্সে ভোট দেওয়া ব্যালট পাওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। তার জায়গায় এই হলের নতুন দায়িত্ব পেয়েছেন মাহবুবা নাসরিন।
এদিকে এ ঘটনায় প্রো-ভিসি ড. মোহাম্মদ সামাদকে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, উদ্ভুত পরিস্থিতির কারণে আমরা ভোটগ্রণ স্থগিত করেছি। এ ধরনের ঘটনা কাম্য নয়।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ১৮টি ভোট কেন্দ্রে ৪৩ হাজার ২৫৬ জন ভোট দিবেন। ডাকসুতে ২৫টি পদের জন্য লড়ছেন ২২৯ প্রার্থী। আর ১৮টি হল সংসদে ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ৫০৯ জন।
ডাকসুতে প্যানেল দিয়ে নির্বাচন করছে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাম সংগঠনগুলোর জোট, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট, জাসদ ছাত্রলীগ, ছাত্রলীগ-বিসিএল, ছাত্র মৈত্রী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ছাত্র মুক্তিজোট, জাতীয় ছাত্রসমাজ ও বাংলাদেশ ছাত্র আন্দোলন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
চূড়ান্ত প্রার্থী তালিকায় সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১জন, তাদের সঙ্গে এই নির্বাচনে ১৪ জন লড়বেন সাধারণ সম্পাদক (জিএস) এবং ১৩ জন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে।
দীর্ঘ ২৮ বছর পর সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এই নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। তারা বলছেন, নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর থেকে তারা হলের বাইরে ভোটকেন্দ্র করাসহ যেসব দাবি তুলেছিলেন, সেগুলো মানা হয়নি। প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তে বরং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ লাভবান হয়েছে। এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের ভেতরে একধরনের শঙ্কা কাজ করছে।