পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় প্রদান করা হবে না।
সোমবার (১১ মার্চ) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী একথা বলেন।
পুলওয়ামায় ঘৃণ্য সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদ দূর করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ সব ধরণের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।