Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লিটন, নুরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ছাত্রলীগের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৩:০০ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৩:০০ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গুজব ছড়ানোর অভিযোগে ভিপি প্রার্থী লিটন নন্দী, নুরুল হক নুর ও ছাত্রদলের নেতা অনীকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ছাত্রলীগ ।

একথা জানিয়েছেন, ডাকসুর জিএস প্রার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সোমবার (১১ মার্চ)  রাব্বানী বলেন, সাধারণ ছাত্ররা পাশে থাকলে শাহবাগ থানায় মামলা করা হবে।  ডাকসু নির্বাচনের দিন রোকেয়া হলে ব্যালট বাক্স উদ্ধার ও বিভিন্ন ইস্যুতে গুজব ছড়ানোর ঘটনায় করা হবে এই মামলা। লিটন, নুরু ও অনীকরা সাধারণ ছাত্রদের কাছে মিথ্যা তথ্য ছড়িয়েছে ও ছাত্রদের উত্তেজিত করেছে।

এর আগে, তিনটি ট্রাংকে রাখা ব্যালট উদ্ধার কর হয় রোকেয়া হল থেকে। এসব ব্যালেট কিভাবে বাইরে এলো জানতে চাইলে রাব্বানী বলেন, দরজা ভেঙে বের করেছে, এসব হল সংসদে ছিল। এ ধরনের পরিস্থিতি তৈরির জন্য কোটা আন্দোলনের নুর, ছাত্রদলের অনীক ও বামজোটের লিটন নন্দী জড়িত।

তিনি বলেন, ব্যালট নয় আমাদের স্বপ্ন ছিনতাই করা হয়েছে।

একইসঙ্গে, লিটন, নূর ও অনীকদের ছাত্রত্ব আজীবন বাতিলের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করা হবে বলেও জানান রাব্বানী।

Bootstrap Image Preview