Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার মাঝ আকাশে বোয়িং ৭৭৭ বিমানের তীব্র ঝাঁকুনি, আহত ৩০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


এবার মাঝ আকাশে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তীব্র ঝাঁকুনি ফলে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) আটলান্টিক মহাসাগরের ওপর এই ঘটনা ঘটে। 

জানা গেছে, ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ মডেলের একটি প্লেন নিউ ইয়র্ক যাচ্ছিল। ফ্লাইটে ২১ জন ক্রু এবং ৩২৬ যাত্রী ছিল। প্লেনটি আটলান্টিক মহাসাগরের ওপরে ভয়ঙ্কর ঝাঁকুনির মুখে পড়ে। এর ৪৫ মিনিট পরে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছে প্লেনটি।

এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। তবে নিরাপদে যাত্রীদের নিয়ে নিউ ইয়র্ক বিমানবন্দরে অবতরণ করে প্লেনটি। পরে আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Bootstrap Image Preview