সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ফারুক সরকার মোট ৪৫টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতিকে ৩৪ হাজার ৯৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন (বিএনপি সমর্থক) দোয়াত-কলম প্রতিকে ৯ হাজার ৭৫৪ এবং আরেক বিএনপি নেত্রী প্রাক্তন চেয়ারম্যান মাহফুজা খাতুন আনারস প্রতিকে ৯৭ ভোট পেয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রতিদ্বন্ধীতা করেছেন। এর মধ্যে থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার মাইক প্রতিকে ২০ হাজার ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চশমা প্রতিকে ৯ হাজার ৯৭০ ভোট পেয়েছেন।
এ ছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে এখানে আওয়ামী লীগ নেত্রী নাসরিন আক্তার হাঁস প্রতিকে ১৫ হাজার ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী রোমা খাতুন কলস প্রতিকে ১৪ হাজার ৫৬৭ ভোট এবং রাফেজা সুলতানা ফুটবল প্রতিকে ১৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন।