Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ ফ্লাইওভারে গাড়ি বিস্ফোরণ, দুই মেয়েসহ মায়ের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৭:০৫ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৭:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের রাজধানী নয়াদিল্লির পূর্বাঞ্চলে অবস্থিত অক্ষরধাম ফ্লাইওভারে ৩৫ বছর বয়সী এক মা ও তার দুটি কন্যাসন্তানের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। রোববার একটি ব্যক্তিগত গাড়িতে ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আচমকা গাড়িটি বিস্ফোরিত হলে তারা নিহত হন।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, একটি ব্যক্তিগত গাড়িতে ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আচমকা গাড়িটি বিস্ফোরিত হলে তারা নিহত হন। নিহত ওই মায়ের নাম রঞ্জনা আর তার দুই মেয়ের একজনের নাম রিধি অপরজন নিক্কি।

এ সময় গাড়িটি চালিয়েছেন নিহত রঞ্জনার স্বামী উপেন্দ্র মিশ্র। গাড়িটি বিস্ফোরণের পর তিনি সামনে থাকা তার ছোট মেয়েকে নিয়ে বের হতে পারলেও বাকিরা গাড়ির ভেতরে মারা যান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটিতে থাকা গ্যাসের (সিএনজি) বিস্ফোরণের ফলে এ দুর্ঘটনা ঘটে। পরে পেছনের সিট থেকে থাকা তার স্ত্রী ও দুই কন্যার লাশ গাড়ি থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নয়াদিল্লির পূর্বাঞ্চলীয় পুলিশের সহকারী কমিশনার জশমিত সিং বলেন, আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পরবর্তী তদন্ত শুরু করব। শোকে বিহ্বল নিহত ওই নারীর স্বামী অজ্ঞান।

Bootstrap Image Preview