Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টায়ার জ্বালিয়ে ভিসির বাসভবন সামনে ছাত্রলীগের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ১০:৫৮ AM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ১০:৫৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদের ফলাফল প্রত্যাখ্যান করে ভিসির বাসভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের কর্মীরা।

নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে স্লোগান দেয় ছাত্রলীগের কর্মীরা। শিবিরের ভিপি মানি না বলেও স্লোগান দেয় তারা। বিভিন্ন হল থেকে দলে দলে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের (ভিসি) বাসবভনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে।

এর আগে সোমবার রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। এর পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা ভিপি পদে নূরকে মানতে অস্বীকার করে বিক্ষোভ শুরু করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুরু। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক (জিএস) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন। 

Bootstrap Image Preview