সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে নবযাত্রা প্রকল্পের সহায়তায় '১৮র আগে বিয়ে নয়' এ শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ রোধে স্কুল অভিভাবকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।
বিদ্যালয়ের এসএমসি সভাপতি সুপদ কুমার বৈদ্যের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, এসএমসি সদস্য হাজারী মন্ডল, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, শিক্ষক মিজানুর রহমান, অভিভাবক নমিতা রানী, অভিভাবক বিনয় কৃষ্ণ প্রমুখ।
সমাবেশে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, আইন কানুনসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।