Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুনরায় ডাকসু নির্বাচনের সুযোগ নেই: প্রো-ভিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০১:৪৩ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০১:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেছেন, পুনরায় ডাকসু নির্বাচনের সুযোগ নেই।

মঙ্গলবার (১২ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের ভোট গ্রহণের সময় নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। 

এ প্রসঙ্গে সোমবার বিবিসিকে ঢাবি প্রো-ভিসি বলেছেন, বিক্ষোভ করতেই পারে, কিন্তু আমি যতটা দেখেছি, এরকম দাবি করার মতো অবস্থা মনে হয়নি। তারা কোন প্রমাণ দিলে তদন্ত করে দেখবো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো। কিন্তু নির্বাচন বাতিল করার মতো অবস্থা হয়েছে বলে আমি মনে করি না। 

তিনি বলেন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে কিছু অনিয়ম হয়েছিল, তবে সেখানে নতুন ব্যালট বাক্স ও ব্যালট পেপার দিয়ে আবার ভোটগ্রহণ শুরু করে দেয়া হয়।

Bootstrap Image Preview