Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০১:৫৩ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০১:৫৩ PM

bdmorning Image Preview


নাটোরের তিরাইল পূর্বপাড়া গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন সবুজ হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিক।

মঙ্গলবার (১২ মার্চ) ৯টার দিকে এ ঘটনা ঘটে। সবুজ পাশ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার ধুপইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, ওই গ্রামের কছিমুদ্দিন প্রামাণিকের নির্মাণাধীন বাড়ির ছাদ তৈরি করতে লম্বা রড নিয়ে সবুজ ছাদে উঠতে যায়। এ সময় ছাদের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের তারে রডটির স্পর্শ ঘটলে সে বিদ্যুৎতাড়িত হয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।   

মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 


 

Bootstrap Image Preview