Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেল্টা ভিগো জিদানের প্রথম প্রতিপক্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০২:৪৪ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০২:৪৪ PM

bdmorning Image Preview


ফের রিয়াল মাদ্রিদের দায়িত্বে জিনেদিন জিদান। এই খবরটাতেই আপামর রিয়ালের ফ্যানেরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। স্যান্টিয়াগো সোলারিকে ছেঁটে ফেলে স্যান্টিয়াগো বার্নাব্যুর ঘরের ছেলেকেই ঘরে ফিরিয়ে এনেছে ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজ।

সোমবার রিয়ালের নতুন কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো সোলারিকে বরখাস্ত করে ২০২২ সাল ৩০ জুন অবদি রিয়ালের নতুন কোচ হয়েছেন জিনেদিন জিদান। প্রায় ১০ মাস আগে নিজের ছেড়ে যাওয়া আসনটি আবার ফিরে পেলেন তিনি।

জিদান জানিয়েছেন, ‘রিয়াল সভাপতি পেরেজ আমাকে ফোন দেওয়ার পর তিনি আর না করতে পারেননি। কারণ আমি তাকে এবং রিয়ালকে খুব ভালোবাসি।’

দায়িত্ব নেয়ার পর মঙ্গলবারই দলকে নিয়ে অনুশীলনে নেমে পড়বেন বলে জানা গেছে। দ্বিতীয় মেয়াদে জিদানের প্রথম অ্যাসাইন্টমেন্ট সেল্টা ভিগোর বিপক্ষে লিগ ম্যাচ। ১৬ মার্চ রিয়াল এই ম্যাচটা খেলবে নিজেদের ঘরের মাঠ বার্নাব্যুতে। 

Bootstrap Image Preview