Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালথায় কুকুরের টিকাদান বিষয়ে এ.সি.এস প্রশিক্ষণ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৩:১৩ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৩:১৩ PM

bdmorning Image Preview


'জলাতঙ্ক বিষয়ে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি, জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ি' এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জলাতঙ্ক নির্মূলের লক্ষে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) বিষয়ে এ.সি.এস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এম.এম ইফতেখার আজাদ, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল আমিন, এমডিভি সুপার ভাইজার নাদিম মাহমুদ, সালথা প্রেসক্লাবের সহ সভাপতি আবু নাসের হুসাইন, সাংবাদিক মনির মোল্যা, এমটিইপিআই মোঃ ছরোয়ার মিয়া, ষ্টোর কিপার মিরান হোসেন প্রমুখ। 

উক্ত প্রশিক্ষণে বক্তারা বলেন, ২০২২ সালের মধ্যে দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বুধবার (১৩ মার্চ) থেকে চালু হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে জনসচেনতা বাড়াতে হবে।

Bootstrap Image Preview