Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় ধূমপান করে মাত্র ১৩ ভাগ পুরুষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৫:৫৮ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৫:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বের অন্যান্য দেশের ধূমপায়ীর তুলনায় শ্রীলঙ্কায় ধূমপায়ীর পরিমাণ খুবই কম। দেশটির মাত্র ১৩ ভাগ পুরুষ ধূমপান করে। শ্রীলঙ্কার ন্যাশনাল অথরিটি অন টোবাকো অ্যান্ড অ্যালকোহলের (নাটা) চেয়ারম্যান ড. পালিথা আবিকুনের বরাত দিয়ে আন্তার্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় এবং শ্রীলঙ্কার কলম্বো ইউনিভার্সিটির মেডিসিন অনুষদের আয়োজনে কমিউনিটি ড্রাইভেন টোবাকো সারভেইলেন্স সিস্টেম উদ্বোধনকালে ড. পালিথা আবিকুন এসব তথ্য জানান । তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশে পুরুষ ধূমপায়ীর পরিমাণ ১০ শতাংশের নিচে নামিয়ে আনা হবে।

ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর লক্ষ্মন দিশ্যনায়েক বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ধূমপান ও পলিথিনমুক্ত। ধূমপানকে সামাজিক অপরাধ হিসিবে স্বীকৃতি দেয়া উচিত। দেশে ধূমপায়ীর পরিমাণ এমন উচ্চহারে কমিয়ে আনার জন্য তামাক নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক ড. মহেশ রাজাসুরিয়া প্রশংসার দাবিদার। কারণ, তামাক শিল্পের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করেছেন তিনি।

শ্রীলঙ্কার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি অফিসের জনস্বাস্থ্য প্রশাসক ড. অলিভিয়া কোরাজন নিভারাস বলেন, তামাক নিয়ন্ত্রণের জন্য শ্রীলঙ্কা অনেক কিছু করেছে। এছাড়া স্বাস্থ্য খাতের উন্নতির জন্যেও বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে দেশটি। শিগগিরই দেশ থেকে তামাক দূর করতে সক্ষম হবে শ্রীলঙ্কা।

অনুষ্ঠানে কলম্বো ইউনিভার্সিটির মেডিকেল অনুষদের ডীন প্রফেসর জেনিফার পেরেরা, ড. মহেশ রাজাসুরিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview