Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মায়ের কোল থেকে কন্যাকে নিয়ে হত্যা করল বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৮:৫০ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৮:৫০ PM

bdmorning Image Preview


বাবর হা‌তে ২৩ দি‌নের শিশু হত্যা ঘটনায় সুনামগঞ্জের ছাতক উপ‌জেলাজু‌ড়ে ব্যাপক তোলপাড় সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকা‌লে শিশু লাশ পু‌লিশ উদ্ধার ক‌রে‌ ময়নাতদন্তে জন্য সুনামগঞ্জ সদর হাসপাতা‌লে প্রেরণ করে। এ ঘটনার পর থে‌কে শিশু পিতা পলাতক।

জানা গে‌ছে, ছাতক উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ সৈ‌দেরগাও ইউ‌নিয়‌নের চাকলপাড়া গ্রা‌মের গা‌ড়িচালক আব্দুস শ‌হিদ তার ২৩ দি‌নে কন্যা সন্তান ফা‌তেহা‌কে মা‌য়ের কোল থে‌কে নি‌য়ে রা‌তের বেলায় পা‌শের ঘ‌রে বাল‌তি বোঝাই পা‌নি‌তে ডু‌বি‌য়ে হত্যা করে। পরে পু‌লিশ ২৩ দি‌নের এই শিশুর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে দেয়।

নিহত শিশুর মা তান‌মিনা বেগম তার স্বামী তার কন্যা‌কে হত্যা ক‌রে‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন। এ ঘটনার পর তার স্বামী শ‌হিদ পলাতক র‌য়ে‌ছেন।

এ ঘটনার সত্যতা স্বীকার ক‌রেন ছাতক থানার ও‌সি আ‌তিকুর রহমান।

Bootstrap Image Preview