এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী হিন্দু হওয়া নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত হেগড়ে। তিনি বলেন, একজন মুসলমান বাবা এবং খ্রিস্টান মায়ের সন্তান কী করে হিন্দু হলেন, তার কোনো প্রমাণ আছে কিছু? খবর এনডিটিভির।
কেন্দ্রীয় ওই মন্ত্রী আগেও এ ধরনের বেফাঁস মন্তব্য করেছেন। গত বছরও বিতর্ক হয়েছিল তার এমন মন্তব্য নিয়ে। সেই সময় কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা বিএস ইয়েদুরাপ্পা ধরনের মন্তব্য করা থেকে অনন্তকে বিরত থাকতে অনুরোধ করেন।
অনন্ত হেগড়ে আরও বলেন, গোটা বিশ্ব ভারতের বিমান হামলার কথা মেনে নিয়েছে, অথচ বিরোধীরা তা নিয়েই প্রশ্ন তুলছে।
২০১৭ সালের ডিসেম্বরে গুজরাট বিধানসভা নির্বাচনের সময়ও রাহুলের ধর্ম নিয়ে প্রশ্ন তুলতে থাকে বিজেপি।
রাহুল অবশ্য বলেছেন, তিনি এবং তার পরিবার ভগবান শিবের পূজা করেন; কিন্তু সেটি তাদের ব্যক্তিগত বিষয়। এটি নিজে তিনি আলোচনা চান না। নির্বাচন এলেই বিজেপি বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটনা শুরু করে।