Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অনশনে ৬ শিক্ষার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ১০:৫৫ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ১০:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন ও ‘ভোট জালিয়াতি’তে যুক্ত থাকা ব্যক্তিদের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যের সামনে এই অনশন শুরু করেন তারা।

অনশনকারীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শোয়েব মাহমুদ, পপুলেশন সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাইন উদ্দীন, দর্শন বিভাগের ৩য় বর্ষের অনিন্দ্য মন্ডল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের তাওহীদ তানজীম, ভুগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের রনি হোসেন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া তামান্না।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার দিকে চারজন শিক্ষার্থী রাজু ভাষ্কর্যের সামনে অনশনের জন্য অবস্থান নেন। এ সময় তাদের পাশে ‘একটা ফেয়ার ইলেকশনের জন্য’, ‘আমরণ অনশন’, ‘শিক্ষকরা ভোট ডাকাত, এই লজ্জা রাখি কোথায়’ ইত্যাদি লেখা ফেস্টুন দেখা যায়। পরে রাত ৯টার দিকে রনি হোসেন ও রাফিয়া তামান্না অনশনের যোগ দেন।

অনশনকারী অনিন্দ্য মন্ডল বলেন, ‘গতকাল কী নির্বাচন হয়েছে, তা আমরা সবাই জানি। এটা কোন সুষ্ঠু নির্বাচন ছিল না। তাই আমাদের দাবি এ নির্বাচন বাতিল করে অবিলম্বে সুষ্ঠু পরিবেশে পুনর্নির্বাচন দিতে হবে এবং ভোট ডাকাতির সাথে জড়িত উপাচার্য, চিফ রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসারকে পুনঃতফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে হবে।

Bootstrap Image Preview