Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৯:৩০ AM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৯:৩০ AM

bdmorning Image Preview


চীনে হাইনান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে প্রশিক্ষণ চলাকালীন সময়ে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত লেডংয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এ ব্যাপারে দেশটির সেনাবাহিনীর ওয়েবসাইট পিএলএ মাইক্রোব্লগ থেকে জানা গেছে। 

সূত্র থেকে জানা যায়, দুর্ঘটনাটির প্রভাবে অন্য কোনো ক্ষতি হয়নি। তবে বিমানটি কোন মডেলের ছিল কিংবা অন্য আর কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরের হাইনানে একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। সেকারণেই সাগরটি চীনের দখলেই রয়েছে বলে দাবি তাদের। তবে তাদের এ দাবিটি অন্যান্য আঞ্চলিক সরকারের মধ্যে বিতর্কিত।

Bootstrap Image Preview