Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে প্রাইমারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১০:০০ AM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১০:০০ AM

bdmorning Image Preview


১১ তম গ্রেড নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।

দাবি নয়, অধিকার, ১১তম গ্রেডই দরকার এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে বানিয়াচং উপজেলা রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক সহকারী শিক্ষক অংশ নিয়েছেন। এসময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আলী রহমান, শফিউল আলম খান মুছা, খোরশেদ আলম, আশরাফুল আলম প্রমূখ।

স্মারক লিপিতে বলা হয়, প্রাথমিকের সহকারী শিক্ষকরা বেতন বৈষম্যর শিকার। বেতন বৈষম্য নিরসনে শিক্ষকরা কয়েক বছর ধরে দাবি জানিয়ে আসছেন। ২০০৫ সালে পে স্কেলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতনের মাত্র ১ধাপ পার্থক্য ছিল, সেখানে বর্তমানে প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের ৩ধাপ পার্থক্য বিরাজমান। এ বৈষম্য নিরসন করে প্রধান শিক্ষকদের পরের বেতন গ্রেড নিধারণ করার জন্য সহকারী শিক্ষকরা আমরণ অনশনও করেন। ২০১৭ সালের ২৩ ডিসেম্বর তৎকালীন গণশিক্ষামন্ত্রী বৈষম্য নিরসন করার আশ্বাস দিয়ে সহকারী শিক্ষকদের অনশন ভাঙ্গিয়ে ছিলেন তৎকালীন গণশিক্ষামন্ত্রী।

Bootstrap Image Preview