Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিতের মাইলফলকের ম্যাচ ভারতের সিরিজ জয়ের মঞ্চ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১০:১১ AM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১০:১১ AM

bdmorning Image Preview


বুধবার ফিরোজ শাহ কোটলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে কোহলি অ্যান্ড কোং৷ পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় থাকায় আজকের ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। 

মোহালিতে ভারতের হারের জন্য জঘন্য বোলিং ও খারাপ ফিল্ডিংকে দায়ি করেছেন ক্যাপ্টেন কোহলি৷ ৩৫৯ রান তাড়া করে অ্যাশটন টার্নারের অপরাজিত বিধ্বংসী ৪৩ বলে ৮৪ রানের সুবাদে অস্ট্রেলিয়া গত ম্যাচে ভারতকে হারায়। 

বড় রান করেও ম্যাচে জয় না পাওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়ায় ভারতের আত্ববিশ্বাসে কিছুটা চিড় ধরেছে। ফিরোজ শাহ কোটলার উইকেট সব সময়ই সিম্পনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। তাই ভারতীয় স্পিন জুটি যুজবেন্দ্র চহাল ও কুলদীপ যাদবকে ভয়ংকর হয়ে উঠতে পারেন। এদিকে আজকের ম্যাচে ভারত পাচ্ছে না অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকে। বিশ্রামে রয়েছেন তিনি। 

এদিকে অস্ট্রেলিয়া শিবিরে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সকলেই রানের মধ্যে আছেন। তাই জমজমাট একটা ম্যাচই উপভোগ করতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

আজকের ম্যাচে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন রোহিত শর্মা। আর মাত্র ৪৬ রান করলেই আট হাজার রানের মাইলফলক পৌঁছে যাবেন তিনি। একই সাথে তিনি আজ ওয়ানডে ক্যারিয়ারেরন ২০০ তম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। সরাসরি সম্প্রচার করবে সুপার স্পোর্টস। 

Bootstrap Image Preview