Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১২:৩৩ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১২:৩৩ PM

bdmorning Image Preview


দীর্ঘ ১৮ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে মাছখোলা বাজারের পৌরসভার ৩ কি.মি. রাস্তাটি। প্রতিনিয়ত চলাফেরা করে স্কুল কলেজের কমলমতি স্কুলের ছাত্রছাত্রীসহ সকল শ্রেণি পেশার মানুষ।

তবুও সংস্কারের জন্য কোন মাথা ব্যথা নেই সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের। এরইমধ্যে এবি ও এজে ইট ভাটার দানব ট্রাকের চলাচল রয়েছে দীর্ঘদিন ধরে।

বুধবার (১৩ মার্চ) সকাল থেকে শহরের মাছখোলা গ্রামের শতাধিক গ্রামবাসী ও প্রতাশা ক্লাবের সদস্য মিলে এই রাস্তাটি সংস্কার শুরু করেছেন। 

স্থানীয়রা জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোন অস্তিত্ব নেই। 
অবশেষে গ্রামবাসীরা মিলিত হয়ে রাস্তা মেরামতের জন্য নিজেরাই ঝুড়ি, কোদাল নিয়ে মাটি কেটে এই রাস্তা সংস্কারে কাজে নেমে পড়েছেন। 

প্রতিনিয়ত মাছখোলা, পারমাছখোল, দামারপোতা, গোয়ালপোতাসহ ১০টি গ্রামের মানুষ চলাচল করে। কিছুদিন পরেই বর্ষাকাল। আর বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল খুবই কষ্টকর তাই গ্রামবাসী এবং প্রতাশা ক্লাবের সদস্য মিসে এই রাস্তা মেরামত করছি। 

সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র সাকিবুল হাসান জানান, রাস্তা নির্মাণ শুরু করলেও জনপ্রতিনিধিদের কাউকে পাওয়া যায়নি।  
 

Bootstrap Image Preview