Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অসাধু ব্যাংক কর্মকর্তাদের পরিচালনা পর্ষদে জায়গা হবে না : অর্থমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


অদক্ষ,অসাধু ব্যাংক কর্মকর্তাদের সরকারি ব্যাংক পরিচালনা পর্ষদে জায়গা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আজ বুধবার সকালে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দুর্নীতিকে না বলার জন্য ব্যাংকারদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী মোস্তফা কামাল বলেন, ‘আমাদের এই মুহূর্তে সবচেয়ে দুর্বলতম জায়গাটি হচ্ছে আমাদের ব্যাংক এবং সকল আর্থিক প্রতিষ্ঠান। অনেকে লিজ ফাইন্যান্সিংয়ের নাম করে আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। অথচ দুই একটি প্রতিষ্ঠান ছাড়া এসব প্রতিষ্ঠানের কাউকে ফোন করলে পাওয়া যায় না।’

Bootstrap Image Preview