Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


দেবহাটার সখিপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে দেবহাটা সখিপুর সড়কের মেসার্স চৈতি ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- উপজেলা সখিপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে রাসেল (২২), সেলিম গাজীর ছেলে কাজল হোসেন (১৭) এবং একই এলাকার মৃত পাচু গাজীর ছেলে গোলাম বারী (৪৮)।

আহত কাজল হোসেন জানান, রাসেল হোসেন তার ভাইয়ের সাথে জরুরি কাজে দেবহাটায় যায়। কাজ শেষে বাড়িতে ফেরার পথে মেসার্স চৈতি ট্রেডার্সের মালিক আরশাদ আলীর বাড়ির সামনে উপস্থিত হলে হঠাৎ গোলাম বারী বাইসাইকেল নিয়ে রাস্তা পাড়ি দেয়।

এ সময় মোটরসাইকেলের সাথে বাইসাইকেল ধাক্কা লাগলে ৩ জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে সখিপুর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বাইসাইকেল চালক গোলাম বারী আশংকাজনক থাকায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

Bootstrap Image Preview