Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালন

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরার তালায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয় তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পিটিআই এর সুপার এস এম রাউফার রহিম, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার।

এ সময় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লা আসলাম, মিজানুর রহমান, শিক্ষক মিজানুর রহমান, এসএম লিয়াকত হোসেন, সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় শিক্ষ সপ্তাহের উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

Bootstrap Image Preview