Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ষষ্ঠ আরইউসিসি চাকরি মেলা শুরু 

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করেছে। এ মেলায় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের যোগ্যতা বিবেচনায় চাকরির সুযোগ প্রদান করবে।

বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

উদ্বোধন শেষে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা বেড়েছে। এখন উচ্চশিক্ষা লাভ করেও তরুণদের বেকার থাকতে হচ্ছে। আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারছি না। বর্তমানে বাংলাদেশে প্রায় ত্রিশ লাখ বেকার। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের জব মার্কেটের সাথে একটি সামঞ্জস্য তৈরি করতে হবে।

মেলায় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে সিভি জমা দিতে পারবেন। মেলার শেষদিন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা নির্বাচিত চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

মেলায় ঢাকা ও রাজশাহীর ২০টি প্রতিষ্ঠান ১৫টি স্টলের চাকরি প্রার্থীদের সিভি জমা নিচ্ছেন। মেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ক্যারিয়ার বিষয়ক ৬টি সেমিনারের আয়োজন করেছে। শেষ দিন বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে চাকরিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়র ক্লাবের উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, ক্লাবের উপদেষ্টা মমিনুল হক, ক্লাবের উপদেষ্টা শাহ আজম শান্তনু ও রোকসানা ইয়াসমিন।

Bootstrap Image Preview