Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জনভোগান্তি কমাতে রাস্তা মেরামতেও ভূমিকা রাখছেন নারীরা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৮:২৪ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview


জীবনযুদ্ধে জয়ী হতে নরসিংদীর রায়পুরায় সড়কগুলোতে কিছুটা গর্ত ভরাট করতে ময়দানে নেমেছেন ৫৪ জন নারী। তাদের নেতৃত্ব দিচ্ছেন আরও এক সাহসী নারী শাহিনূর সরকার।

বাড়িতে সেলাইয়ের কাজ, খাবারের দোকান, ছোটখাট হাতের কাজ করার পর সংসারের প্রয়োজন নরসিংদী রুটস এন্ড হাইওয়ে প্রকল্পে রাস্তা মেরামতের কাজে অগ্রসর হচ্ছে এই নারীরা। রাস্তায় নেমে হাত দিয়ে ঝারুসহ কোদাল হাতে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই নারী সদস্যরা।

আজ বুধবার নরসিংদী থেকে রায়পুরা যাওয়ার একমাত্র সড়কটি খণ্ড খণ্ড ভেঙে যাওয়ায় সরকারের উন্নয়নের লক্ষে রাস্তা মেরামতের কাজে বাজেট হলে এই নারী সদস্যরা ইটের কণা, বালু, ভোল্ডোজারের মাধ্যমে গর্তগুলো ভরাট করতে দেখা যাচ্ছে।

নারী কর্মী কুলসুম আক্তার জানান, জনভোগান্তি কমাতে সরকার বিভিন্ন সময়ে রাস্তার মেরামত কাজে যে পরিমাণ অর্থ বাজেট দিচ্ছে তারই অংশ হিসেবে আমরা রাস্তা মেরামত কাজে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করে আসছি। আমরা প্রতিনিয়ত সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর ৩৬০ টাকা পেয়ে বাসায় গিয়ে স্বামীর পাশাপাশি একত্র করলে সংসারের বুঝাটা একটি সহানুশীল হয়।

এ দিকে রুডস এন্ড হাইওয়ের সূত্রে জানা যায় যে, নরসিংদী জেলায় প্রায় ২০০ এর অধিক নারী শ্রমিক রয়েছে। তারা প্রতিনিয়ত পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। পরিবারের নানা বাঁকা কথা উপেক্ষা করেই নিজেদের লক্ষ্যে অবিচল তারা।

মুনিয়াদেবী বলেন, আমার সংসারে তেমন কোনও অভাব না থাকলেও আমাদের সংগঠনের বোনেদের কথা মাথায় রেখেই আমি রাস্তা মেরামতের কাজ শুরু করি।

এ দিকে এই জেলার ৬ উপজেলায় শতাধিক সড়কগুলিতে প্রায় সময়ই পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা সাহসী ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে।

বিলকিছ বেগম বলেন, রাস্তার পাশে কাজ করলে প্রথম প্রথম আমাদের একটু লজ্জাশীলতায় ভুগছিলাম। দীর্ঘ সাত দিন পার হওয়ার পর মানুষের সাথে একত্র পোষণ করে আজ আমরা সবাইকে ভাই হিসেবে মনে করেই এই রাস্তার কাজ করছি।

তিনি রাস্তার যানবাহন চালকদের উদ্দেশ্যে বলেন, আমরা নারী শ্রমিকরা রাস্তায় কাজ করার সময় তারা যেন একটু ধীর গতিতে চালায়। তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে।

Bootstrap Image Preview