Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিয়াল দেখা নিয়ে ঝগড়া, স্ত্রীর আঙ্গুল কাটলেন স্বামী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১১:৫৬ AM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১১:৫৬ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের পুনে রাজ্যের সলিশবাড়িতে অতিরিক্ত সিরিয়াল দেখা নিয়ে কলহের কারণে রেগে গিয়ে স্ত্রীর আঙুল কেটে নিলেন স্বামী।

এ বিষয় পুনে পুলিশের ভাষ্যমতে, সোমবার সকাল থেকেই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়। ওই নারী তার ছেলেকে দোকান থেকে দুধ আনতে পাঠায়। কিন্তু তার ছেলে যখন দুধ নিয়ে আসে তখন দেখা যায় দুধের প্যাকেট ফেটে গেছে এবং কিছুটা দুধ মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে।

ওই নারী তখন তার ছেলেকে বকা দিতে শুরু করে। স্ত্রীর গলা শুনে আসিফ এসে গোটা ঘটনাটিতে হস্তক্ষেপ করে এবং স্বামী-স্ত্রীর মধ্যে উত্তপ্ত কথোপকথন শুরু হয়।

পুলিশের শীর্ষ এক কর্মকর্তা বলেন, আসিফ যখন কাজ থেকে বাড়ি ফেরে তখন তার স্ত্রী মোবাইলে পাকিস্তানি সিরিয়াল, পাকিস্তানি ড্রামা‌ দেখছিলেন। আসিফ কথা বলা সত্ত্বেও তিনি কথা বলেন না।

স্ত্রীর তাচ্ছিল্য মেনে নিতে পারেননি আসিফ। এরপর আসিফের মনে হয় তার স্ত্রী তাকে এড়িয়ে যাচ্ছেন এবং মোবাইলে চলা সিরিয়ালকে বেশি গুরুত্ব দিচ্ছে।

এরপরই রাগে আসিফ রান্নাঘর থেকে চপার নিয়ে স্ত্রীর ওপর হামলা চালায় বলে জানায় পুলিশ। এই হামলার জেরে ওই নারীর ডান হাতের বুড়ো আঙুল কেটে যায়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় অভিযুক্ত স্বামী আসিফ সাত্তার নায়াবকে গ্রেফতার করেছে পুলিশ।

Bootstrap Image Preview