Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাব্বানী কে এখানে এসে বাধা দেয়ার, প্রশ্ন শ্রবণা দীপ্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১২:০৪ PM

bdmorning Image Preview


পুননির্বাচনের দাবিতে অনশণ করছেন ডাকসু নির্বাচনের কয়েকজন প্রার্থী। রোকেয়া হলের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের বাধা দেন ঢাবির সদ্য নির্বাচিত জিএস গোলাম রাব্বানী। এ সময় ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শ্রবণা শফিক দীপ্তি বলেন, তিনি কে আমাদেরকে এখানে এসে বাধা দেওয়ার?

বুধবার রাত দুইটার দিকে রাব্বানী বলেন, এভাবে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজির বিহীন। ঐতিহ্যবাহী রোকেয়া হলের গেট কেন খোলা থাকবে রাত দুইটায়? এসময় তিনি আন্দোলনকারী ছাত্রীদের বহিরাগত উল্লেখ করে তাদের বহিষ্কার দাবি করেন। এসময় তিনি বলেন, আমি নির্বাচিত জিএস। আমি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবো না।

রাব্বানীর এ উত্তপ্ত বাক্য বিনিময়ের কড়া প্রতিবাদ জানান রোকেয়া হল সংসদের স্বতন্ত্র প্রার্থী শ্রবণা শফিক দীপ্তি। তিনি বলেন, রাব্বানী ভাই প্রটোকলসহ অনেক ছেলেকে নিয়ে আসলেন। আমার ফ্রেন্ডদের হয়রানি করলেন। আমার আরেক বন্ধুকে চরিত্রহীন বললেন। তার নেত্রীরা আমাদের উপর তেড়ে আসলেন। তিনি কে আমাদেরকে এখানে এসে বাধা দেওয়ার? এখানে তো হাউস টিউটর ম্যামরা ছিলেন, যারা আমাদের সঙ্গে রয়েছেন। তিনি বলেন, যৌক্তিক আন্দোলনকে বিশৃঙ্খলা বলার মানে হয় না।

এর আগে রাব্বানী সাংবাদিকদের বলেন, আমি প্রক্টর স্যারকে বলেছি, ভিসি স্যারকে ফোনে পাইনি। আমার স্পষ্ট দাবি, যারা বিশৃঙ্খলা করছে, তাদের চিহ্নিত করে তাদেরকে একাডেমিক্যালি স্থায়ী বহিস্কার করতে হবে।

এদিকে রাজু ভাস্কর্যে পুননির্বাচনের দাবিতে অনশণ করছেন ডাকসু নির্বাচনের কয়েকজন প্রার্থী। তারা তাদের দাবি মেনে নেয়া না হলে আমরণ অনশনের ঘোষণা দেয়।

Bootstrap Image Preview